Logo
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

শাহ আমানতে অল্পের জন্য রক্ষা পেল ১৯৮ যাত্রী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার এরাবিয়ার ফ্লাইটের ১৯৮ যাত্রী অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (১০ মে) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিমানটি পরে রানওয়েতে অবতরণ করে এবং সেখান থেকে সরিয়ে নেয়ার আগে প্রায় ১২ মিনিট আটকে থাকে। ফ্লাইটে থাকা ১৯৮ জন যাত্রী ও ক্রুকে পরে নিরাপদে নামিয়ে আনা হয়।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন সিএসপি নিউজকে বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি সকাল ৭টা ৪০ মিনিটে ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে বিমানবন্দরে অবতরণের কথা ছিল। বিমানটির হাইড্রোলিক ফ্লুইড ট্যাংক খালি হয়ে যাওয়ায় ব্রেক এবং ল্যান্ডিং গিয়ার কাজ করছিল না। খবর পেয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং নিরাপদে অবতরণে সাহায্য করেছি।

বিমানটি প্রায় ১২ মিনিট আটকে ছিল। তবে যাত্রী ও ক্রুদের পরে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। সন্ধ্যার পর ফ্লাইটটি শারজাহ ফিরে যাবে বলে বিমান বন্দরের পরিচালক জানান।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ