ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট কর্তৃক নিয়ন্ত্রিত শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসা ২০২৪ শিক্ষাবর্ষে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসা শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল আজিজ (আসিফ) সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সদস্য, মাদরাসা পরিচালনা পর্ষদ এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোহাম্মদ লোকমান হোসেন (ফকির) । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসা পরিচালনা পর্ষদ এর সম্মানিত সভাপতি ও নাজিরহাট খাজা অটো রাইস মিল এর সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ বেলাল উদ্দিন (কোম্পানি ) উপস্থিত ছিলেন মাদরাসা সুপার মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ,বারমাসিয়া আবদুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু মহসিন, বারমাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ শীল, সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ আবদুস সালাম মেম্বার।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আল্লাহর অলিগণের আগমন ঘটে মানবতার কল্যাণের জন্য। শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীও এর ব্যতিক্রম ছিলেন না। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে এই ট্রাস্ট মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এতে আরো উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা পর্ষদ এর অভিভাবক মোহাম্মদ খোরশেদুল আলম, মোহাম্মদ শাহাদাত হোসেন (বাবলু), মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবছার সহ অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মওলানা মুহাম্মদ আমিরুল ইসলাম (রিয়াজ)।