নিজস্ব প্রতিবেদকঃ
বোয়ালখালী উপজেলার শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৩) বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ নাতি- নাতনি রেখে যান।
তিনি বুধবার ( ১৯ মার্চ) সকাল ১১টায় নগরের আসকার দিঘীর পাড়ের বাসায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুর আগে তিনি দক্ষিণ জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, ৪নং শাকপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সাবেক সভাপতি এবং শাকপুরা রাস উদযাপন পরিষদের ট্রাস্টি ও সাবেক সভাপতি ছিলেন।
বুধবার বিকালে উপজেলার পূর্ব শাকপুরায় নিজ গ্রামে প্রয়াতের অন্ত্যোষ্টিক্রিয়া শেষ হয়েছে।
শাকপুরার কৃতি সন্তান ও শিক্ষাবিদ বাদল চন্দ্র দাশের মৃত্যুতে উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।
শোক বার্তায় তারা গভীরভাবে শোকাহত ও প্রয়াতের বিদেহী আত্মার চির শান্তি কামনা করেন। সবাই শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।