Logo
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন আত্মপ্রকাশ অনুষ্ঠান চট্টগ্রামে চার দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু বৃহস্পতিবার বাংলাদেশের মানুষের প্রাণের দাবি জাতীয় নির্বাচন -মীর হেলাল লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে প্রান গেল এক নারীর! অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়া উপজেলা আ. লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী গ্রেপ্তার সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে সুসংগঠিত করুনঃ নাজমুল মোস্তফা আমিন

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন।

১১ জানুয়ারি( শনিবার) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল(বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উপজেলার পুটিবিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের পার্শ্বে মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা তুলে ধরেন।

নাজমুল মোস্তফা আমিন বলেন,এদেশের ১৮কোটি জনগন অনেকদিন ধরে ভোটারের অধিকার থেকে বঞ্চিত ছিল।বিএনপি চাই, একটি সুন্দর নির্বাচন। এলাকায়, পাড়ায় জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করতে হবে। দ্রুত নির্বাচনের কোন বিকল্প নেই। আপনার এলাকার দেশবিরোধী কর্মকান্ড দেখলে এলাকাবাসীকে প্রতিরোধ গড়ে তুলুন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা এলাকায়,পাড়ায় ও ইউনিয়নে বেশি বেশি করে প্রচার করতে হবে। জাতীয়তাবাদী দলের পক্ষে শক্তিশালী আওয়াজ তুলুন। দলকে সুসংগঠিত করার কোন বিকল্প নেই। সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ দলকে সুসংগঠিত করার আহবান জানান।

পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস সিকদারের সভাপতিত্বে পুটিবিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল আনোয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম,চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার,আবু সাঈদ টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ।

অনুষ্ঠানে চরম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহা আলম,আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম,পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, অ্যাডভোকেট এহেছানুল হক,মোস্তফিজুর রহমান, মাহবুবুর রহমান,নুরুল আলম,বিএনপি নেতা মো. ইসমাঈল, নাছির উদ্দিন,মমতাজুর রহমান, আনোয়ারুল হক,চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন,উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুকুর রশিদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, উপজেলা যুবদল নেতা তাজ উদ্দিন,মোরশেদ আলম, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুল হক,সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা ছাত্রদল নেতা কায়েস উদ্দিন,জাবেদ হোসেন,শহিদ আহমেদ,আব্দুল আহাদ,সাকিব আল হাসান,তানভীর, লতিফ, রায়হান, পুটিবিলা ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজুল ইসলাম,পেয়ারু মেম্বার,মো. ইসলাম,হাফেজ আহমদ, যুবদল নেতা নুরুল আমিন, কছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াবুল হোসেন, জিসান ও জাহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ