Logo
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাটিতে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের আনোয়ারায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ১ পটিয়ায় ৫শ শয্যার হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শণ করলেন স্বাস্থ্য উপদেষ্টা চন্দনাইশে নোংরা পরিবেশে খাবার তৈরি: বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা মিরসরাইয়ের ওয়াহেদপুরে প্রবাসীর ঘরে মিললো ৬৯ গোখরার বাচ্চা হাটহাজারীতে ভোররাতে ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, গুলিবিদ্ধ সৈনিক ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সীতাকুণ্ডে বাসে ধাক্কা দিয়ে পিকআপ উল্টে শিশুর মৃত্যু, আহত ৭ ফটিকছড়িতে হত্যা মামলার ৩৪ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার মিসাইল ধ্বংসের পরীক্ষা চালালো ভারত

শহীদ ইশমাম ও এডভোকেট আলিফের বাড়িতে নগদ অর্থ ও উপহার নিয়ে জেলা প্রশাসক

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের শহীদ ইশমাম এবং এর পরবর্তী উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের হামলায় নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পরিবারের সাথে সাক্ষাৎ করে নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় দুই শহীদের কবর জেয়ারত এবং পরিবারের সাথে সাক্ষাৎ করে এসব টাকা ও উপহার সামগ্রী প্রদান করেন তিনি।

এসময় নতুন বাড়ি করার জন্য শহীদ ইশমামের মায়ের হাতে উপজেলা পরিষদ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেন, বাড়িতে যাওয়ার রাস্তা এবং আলিফের কবরে যাতায়াতের রাস্তা করে দেওয়া এবং এলাকার মাদ্রাসায় কর্মকান্ডে সার্বিক উন্নয়নে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের ঘোষণা দেন তিনি।

এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে পিঠা উৎসব, বিজ্ঞান মেলা, উপজেলা পরিষদের প্রধান ফটকের দৃষ্টিনন্দন গেইট, শিশুপার্ক, সুইমিং পুলসহ বিভিন্ন অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিভিন্ন দপ্তরের প্রধান ও সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক ফরিদা খানম।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে সভায় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগাড়া জোনের মেজর
আহসানুল করিম রাঈম,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিম,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন, লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর,চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক হোসাইন, পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম,ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, শফিকুর রহমান,লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দপ্তরের প্রধান ও সুধীজনের সাথে মতবিনিময় কালে জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন,ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব প্যানেল চেয়ারম্যানরা দায়িত্ব পালন করতে পারে। প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ঘাটতি থাকলে, মতবিরোধ দেখা দিলে ডিসি হিসেবে আমি উপস্থিত থেকে সদস্যদের থেকে নির্বাচনের মাধ্যমে সিলেক্ট করবো সেটি প্রতিশ্রুতি,দিয়ে যাচ্ছি। আগামী ১৫দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যানদের বিষয়ে জটিলতা নিরসন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অতন্ত্র প্রহরীর মত কাজ করে যাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা পেয়েছি। প্রমোশন পায়নি, অবহেলিত ছিলাম। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে চাকরীর প্রমোশন পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পাশে রেখে কাজ করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমাম ও এডভোকেট সাইফুল ইসলামের বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলার পর সাংবাদিকদের সাথে ব্রিপিং এ বলেন, জেলা প্রশাসক আরও বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামের বাড়িতে এসেছি, তার বাড়িটি ঝরাজীর্ণ অবস্থায় রয়েছে। তার বাড়ি করার জন্য উপজেলা পরিষদ থেকে নগদ ৩ লক্ষ টাকা প্রদান করেছি,তার মূল বাড়িতে যাওয়ার রাস্তাটাও বাস্তবায়ন করে দিবো, শহীদ ইশমামের কবর সংরক্ষণ করার জন্য ২লাখ টাকাও প্রদান করা হবে। শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাসায় গিয়ে তার বাবাসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি। উপহার সামগ্রীও প্রদান করেছি। শহীদ এডভোকেট আলীফের কবরে যাতায়াতের রাস্তাটা করে দিবো এবং তার এলাকায় মাদ্রাসার উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতো প্রদানের ঘোষণা দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ