রায়হান সিকদার, লোহাগাড়াঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান শহীদ ইশমামের বাড়িতে গেলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লোহাগাড়ার চুনতির কৃতি সন্তান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন।
৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ দর্জি পাড়াস্থ শহীদ ইশমামের কবর জেয়ারত করেন এবং তার আম্মা,ভাইসহ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন জানান, সংক্ষিপ্ত সফরে আমার প্রানের লোহাগাড়ায় গিয়েছিলাম। শুক্রবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইশমামের কবর জেয়ারত এবং তার আম্মা,ভাইসহ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছি।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বারে মত স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। ছাত্র-জনতার আত্ম ত্যাগের কারণে স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শহীদ ইশমামসহ সকল শহীদদের আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে সবসময় স্বরণ রাখবে।
এসময় জামায়েত ইসলামী আমিরাবাদ ইউনিয়ন শাখার নায়েবে আমীর ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজি নুরুল আলম চৌধুরী, হক হজ্ব কাফেলার স্বত্বাধিকারী আলহাজ্ব মাহমুদুল হক পেয়ারুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জি পাড়ার মৃত নুরুল হকের পুত্র মোহাম্মদ ইশমামুল হক(১৬) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকায় নিহত হন। পরে ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় নিহত হন এবং পরেরদিন ৮আগস্ট রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।