Logo
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

শঙ্খ নদীতে ঝড়ের কবলে ১৬ ট্রলার, নিখোঁজ ৭২

আনোয়ারা প্রতিনিধি:

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে আনোয়ারার বঙ্গোপসাগর ও শঙ্খ নদীর মোহনায় ডুবে গেছে ১৬টি লবণবাহী ট্রলার। নিখোঁজ রয়েছে ৭২ জন মাঝি-মাল্লা।

তবে এ ঘটনায় কোস্টগার্ড ও নৌ-পুলিশ চার ট্রলারে থাকা ১৮ জন মাঝি-মাল্লা ও শ্রমিককে উদ্ধার করেছে।

বুধবার (৮ মে) ভোরে আনোয়ারার উপকূলের চার নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগর ও শঙ্খ নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকৃত মাঝিরা হলেন-এমভি আল্লাহর দান ট্রালের মাঝি জিয়াউদ্দিন, এমভি তৌফিক ইলাহির মাঝি মানিক, নুরুল আমিন, মো. আলী, মো. মানিক, মনসুর উদ্দিন, বদি আলম, আবু হানিফ, জাবেদ আহমেদ, মো. আনিস, মো. আহিম, সোহেল মিয়া। সবাই বাঁশখালী ও কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও চকরিয়া উপজেলার বাসিন্দা।

জানা গেছে, বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়া থেকে ১৬ ট্রলার লবণবোঝাই করে চট্টগ্রাম শহরের মাঝিরঘাট যাচ্ছিল। পথে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূল থেকে চার নটিক্যাল মাইল দূরে পৌঁছলে কালবৈশাখীর দমকা হাওয়ার কবলে পড়ে ট্রলারগুলো। এতে একের পর এক ট্রলারগুলো ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড ও নৌ-পুলিশ চার ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও শ্রমিককে উদ্ধার করে। এতে প্রায় ৩০ হাজার মণ লবণ পানিতে তলিয়ে যায়। নিখোঁজ অন্যান্যদের উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌ পুলিশ।

বার আউলিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, লবণবাহী ট্রলার ডুবির ঘটনায় চারটি ট্রলারের উদ্ধার হওয়া ১২ জন আমাদের হেফাজতে রয়েছে। দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়ায় দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। চারজন কোস্টগার্ড স্টেশনে আছে। বাকি ট্রলারসহ নিখোঁজদের উদ্ধারে কাজ রয়েছে।

সিএসপি/বিআরসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ