রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক শহর হিসেবে লোহাগাড়া সদরে বটতলী মোটর স্টেশন। এ স্টেশনে কিছুদিন পুর্বে লোহাগাড়া শহর উন্নয়ন পরিচালনা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির নেতারা স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী, যানজটমুক্ত করতে তাদের প্রধান কাজ হিসেবে নিয়েছেন। পাশাপাশি তাদের একটি চ্যালেঞ্জ আগামী তিনমাসের মধ্যে লোহাগাড়া বটতলী পরিচালনা কমিটির সকলকে নিয়ে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার।নবগঠিত বটতলী শহর উন্নয়ন কমিটির সাথে বিভিন্ন মার্কেট প্রতিনিধি ও বিশিষ্ঠ ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে বটতলী স্টেশনে সংগঠনের কার্যালয়ে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া বটতলী শহর পরিচালনা আহবায়ক কমিটির আহবায়ক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।তিনি তার বক্তব্যে বলেছেন, আমরা সম্মানের সাথে বটতলী শহর পরিচালনা কমিটিতে কাজ করতে চাই। স্টেশনের সকল প্রবীণ ও নবীন ব্যবসায়ীদের নিয়ে কাজ করতে চাই। আমি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে আগ্রহী নয়, আমি চাই তিনমাসের মধ্যে একটি সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। মাননীয় এমপি মহোদয় আমাদেরকে এ শহরকে সুন্দর করার লক্ষ্যে দায়িত্ব দিয়েছেন। এ কমিটি সার্বজনীন বিষয়। এ কমিটিতে নির্বাচনে যারা আসবেন বিজয়ে হয়ে তারাই কমিটিকে সাজাবেন। তিনি আরও বলেন, সামনে পবিত্র মাহে রমজান। রমজানকে সামনে রেখে বিভিন্ন ধরণের কার্যক্রম আমরা চালাবো। দ্রব্যমুল্যে বিষয়ে আমাদের মূল তদারিকি থাকবে। সার্বিক বিষয়ে সকল ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেছেন।লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল হক আজাদ, বিশিষ্ঠ হোমিও প্যাথিক চিকিৎসক, লোহাগাড়া মা`মনি হাসপাতালের সেক্রেটারী ডাঃ আখতার আহমেদ,লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক মোঃ নাজিম উদ্দিন প্রকাশ বেঙ্গল নাজিম, যুগ্ন আহবায়ক মোঃ আবুল বশর,যুগ্ন আহবায়ক ফরিদ উদ্দিন, যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম,যুগ্ন আহবায়ক আবদুল মালেক,যুগ্ন আহবায়ক আবু কাউছার, লোহাগাড়া কেমিস্ট এন্ড ড্রাগিস্টের সভাপতি, অভি মেডিকেল হলের স্বত্বাধিকারী, লোহাগাড়া জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলাম,লোহাগাড়া দোকান কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি মিজবাহ উদ্দিন রাজিব, প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান, লোহাগাড়া শহর পরিচালনা কমিটির সদস্যরা যথাক্রমে সনাতন নাথ,শহীদুল ইসলাম চৌধুরী,প্রসেংজিৎ পাল, মোজাফ্ফর, আরিফুল ইসলাম, নোমান মেম্বার,নুরুন্নবী মেম্বার,ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম,বিশিষ্ঠ ঠিকাদার মোঃ দেলোয়ার হোসেন, রহমত আলী,আবদুল হাকিম, শিহাব উদ্দিন, শওকত আলী, ব্যবসায়ী আমানুল হক আমান, ব্যবসায়ী মোস্তফা কামাল,লোহাগাড়া মোবাইল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনম বাবলু।সভায় বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। দ্রুত একটু সুন্দর ও সুষ্ঠ, আনন্দমুখর পরিবেশে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেন।