রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত তিন আসামীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত সাজাপ্রাপ্ত আসামীদের নাম হল যথাক্রমে উপজেলার রাজঘাটা লতিফের পুত্র ওমর আলি, পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান মাঝের পাড়ার গুনু মিয়ার পুত্র মোঃ লিয়াকত এবং একই এলাকার লিয়াকতের স্ত্রী জেসমিন আকতার।লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে পৃথক অভিযান চালিয়ে থানার এএসআই মশিউর রহমান ও এএসআই মাসুকুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে রাজঘাটা এলাকা থেকে বন মামলা নং-৪২/৯৪ এর এক বছরের সাজা প্রাপ্ত আসামী ওমর আলীকে এবং পুটিবিলা গৌড়স্থান এলাকা থেকে সিআর মামলা নং-৪৫/১৭ এর ছয় মাসের সাজা প্রাপ্ত আসামী মোহাম্মদ লিয়াকত এবং তার স্ত্রী জেসমিন আক্তারকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামী সুকৌশলে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।