Logo
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মনোনীত হলেন আধুনগরের চেয়ারম্যান নাজিম উদ্দিন

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার পুর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছে অাধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন।১৮ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাধারণ সভায় সবার সম্মতিক্রমে আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন চেয়ারম্যানের নাম মনোনীত করা হয়।উপজেলা ক্রীড়া সংস্থার পুর্নাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে আধনগরের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনকে মনোনীত করায় লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আধুনগরের চেয়ারম্যান নাজিম উদ্দিন বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।তিনি আধুনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তার মরহুম পিতা বাদশা মিয়া একজন ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমী মানুষ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ