Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

লোহাগাড়ায় ৬ষষ্ঠ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভা

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ষষ্ঠ আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস-২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনাতায়নে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ জিয়া উদ্দিন,জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার ম্যানেজার নারায়ন কান্তি নাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনেশিয়ান দিদুল সিকদার, হিসাব রক্ষক শহীদুল ইসলাম, পরিসংখ্যানবীদ আবুল কা্লাম আজাদ, ম্যালেরিয়া বিভাগের আবদুর রহমান মন্ডল,জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি ও ব্র্যাক লোহাগাড়া উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার দিলসাত জাহানসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ডাঃ মোহাম্মদ হানিফ জানান, এক সময় সাপে কামড় দিলে বৈদ্য, ওঝা দিয়ে চিকিৎসা করতো। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ঘন্টায় সাপের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য সেবায় অনেক উন্নয়ন করেছেন। সম্প্রতি লোহাগাড়ার ৩টি বিষাক্ত রোগীদেরকে সেবা দিয়ে সুস্থতার সাথে তারা বাড়ি ফিরেছেন। সাপ দেখলে সাপকে আঘাত করা যাবেনা। সাপকে আঘাত করলে সে বিষাক্ত সোবল মারবে। সাপ দেখলে দাঁড়িয়ে থাকতে হবে। গর্তের মধ্যে কাজ করলে সচেতনতার সাথে করতে হবে। মশারি ব্যবহার করতে হবে।
ম্যাসেজটা পৌঁছে দিতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে অনেক পরিবর্তন করেছেন। বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবায় প্রশংসিত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা ছোটকাল থাকতে সাপের কামড় দিলে ওঝা বৈদ্যের কথা শুনতাম। এখন উন্নত চিকিৎসা সেবা চলে এসেছে। বিষাক্ত সাপ দর্শন করলে রোগীরা সুস্থ হচ্ছে। হাসপাতালে এ সেবায় সব রোগীরা ভাল হচ্ছে।তবে,সাপ দেখলে তাদেরকে আঘাত করবোনা, তারা এমনিতে চলে যাবে। সবাইকে সচেতন হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ