লোহাগাড়া প্রতিনিধি:
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া মো. ফিরোজ আহমদ (৪৩) নামে দুই সন্তানের জনকের মৃত্যু হয়েছে। তিনি এক মাস আগে আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন ছিলেন।
নিহত ফিরোজ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাম মহাজনপাড়ার মৃত সিরাজ ড্রাইভারের ছেলে।
শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ২০ মার্চ সন্ধ্যায় ইফতারের পর সাম মহাজনপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পার হবার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন সন্ধ্যায় সাম মহাজনপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
সিএসপি/বিআরসি