রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় সাপের কামড়ে এক মহিলা গুরুত্বর আহত হয়েছে। আহত মহিলার নাম শারমিন আখতার(২২)। সে উপজেলার পুটিবিলা তেলিবিলা এলাকার বেলাল উদ্দিনের স্ত্রী।
গতকাল রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
আহত অবস্থায় বর্তমানে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
সাপে কাটা রোগীর খোঁজ খবর নিতে ভোর ৪.১০ মিনিটে হাসপাতালে সাপের কামড়ে আহত রোগীকে দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেরআবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইশতিয়াকুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ আরফানা ইয়াসমিন সিনিয়র স্টাফ নার্স সায়েমা খাতুন, সাজু আরা বেগম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান, গতকাল রাতে শারমিন আকতার নামে এক মহিলাকে সাপে কামড় দিলে হাসপাতালে নিয়ে আসে। আমাদের হাসপাতালে সাপ কাটা রোগীদের সবধরণের চিকিৎসা রয়েছে। আহত মহিলাকে সার্বক্ষণিক তদারিকি করার জন্য চিকিৎসক,নার্সদের নির্দেশনা প্রদান করেছি। আশা করছি দ্রুত সে সুস্থ হয়ে যাবে।