রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় চরম্বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবিলা বড়ুয়া পাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গোলাম আজম নামে এক ব্যক্তিকে এক লাখ ৫০হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।১১ জানুয়ারী সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল। অভিযানকালে থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরম্বা মাইজবিলা বড়ুয়া পাড়া সংলগ্ন এলাকায় মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে মাটি খেকোরা দ্রুত পালিয়ে যায়। অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি স্কেভেটর ও একটি ডাম্পার জব্দ করি। জব্দকৃত ডাম্পার ও স্কেভেটর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের জিম্মায় দিয়ে আসি। বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গোলাম আজম নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।