রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় যাবজ্জীবন এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
আটককৃত সাজাপ্রাপ্ত আসামীর নাম ইলিয়াছ প্রঃ কানা ইলিয়াছ (৫৫)।সে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া খন্দকার পাড়ার হাজী নুর হোসেন সওদাগরের পুত্র।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,ইলিয়াছ প্রকাশ কানা ইলিয়াছের বিরুদ্ধে বিগত ২০১৫ সালের মাদক মামলা হয়েছিল। উক্ত মামলায় তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা হয়। দীর্ঘদিন ধরে তিনি কৌশলে পালিয়ে ছিল। ২৩ আগস্ট সকাল ৯টার দিকে পদুয়া এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হই। একইদিন সকালে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে।