রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
লোহাগাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা সৈবকের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পুটিবিলা ইউপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সফল মৎস্য চাষী হিসেবে পুরুষ্কারপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, লোহাগাড়া উপজেলা মৎস্য জীবি লীগের সভাপতি( ভারপ্রাপ্ত) মুহাম্মদ বশির আহমদ কোম্পানী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রাসু, সহ-সভাপতি আকতার কামাল পারভেজ, লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্য জীবি লীগের সভাপতি মুুহাম্মদ আবদুল আজিজ, চুনতি ইউনিয়ন মৎস্য জীবি লীগের সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক নুরুল আবছার ও উপজেলা মৎস্য অফিসের মুুহাম্মদ মুছাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় সফল উদ্যোক্তা মোঃ হারেছ কোম্পানী,সফল পোনা উৎপাদন কারী,সফল মৎস্য চাষী বশির আহমদ কোম্পানী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরুস্কারপ্রাপ্ত পুটিবিলার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় উপজেলা সকল দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক,জনপ্রতিনিধিসহ সকল মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।