রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সড়াইয়া বলির জুম এলাকায় পারিবারিক বিষয়কে কেন্দ্র,করে মেয়ের দায়ের কোপে পিতাকে হত্যা করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে থানা পুলিশ।
নিহতের নাম আবদুর রহমান (৫০)।সে ওই এলাকার মৃত আলতাফ মিয়ার পুত্র। ১ ডিসেম্বর সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আটককৃত মেয়ের নাম হুমায়রা বেগম (২০)। সে একই ইউনিয়নের গৌড়স্হান এলাকার আবদুস ছালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, হুমায়রা আকতার বিয়ের পর থেকে তার বাপের বাড়িতে থেকে সংসার চালিয়ে যাচ্ছেন।তার ঘরে কন্যা সন্তান রয়েছে । শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আবদুর রহমানের মেয়ে হুমায়রা আকতার গরু নিয়ে বিলে ঘাস খাওয়াতে নিয়ে যায়। ঘটনার সময় গরু নিয়ে বাড়িতে এসে গরুকে ভূষি খাওয়ানো কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়ে তার পিতাকে গলায় দা নিয়ে কুপিয়ে জখম করে। দ্রুত তাকে স্থানীয় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই সত্যজিৎ ভৌমিক ও সঙ্গীয় পুলিশ ফোর্সদের নাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, গরুকে ভূষি খাওয়াকে কেন্দ্র করে বাবা-মেয়ের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। এক পর্যায়ে মেয়ে তার পিতাকে দা`র কুপ দিয়ে জখম করে নিহত হন। স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।নিহতের মেয়ে হুমায়রা তার পিতাকে কুপিয়ে হত্যাকে করেছে বলে স্বীকার করেছে। মেয়েকেও আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।