Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে-সিভাসু উপাচার্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের দোসরদের তৎপরতা পরিলক্ষিত হচ্ছে -ছাত্রশিবির সভাপতি

লোহাগাড়ায় মারসা পরিবহনের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

 

রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় মারসা পরিবহনের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছে এবং অপর একজন আহত হয়েছে।নিহতের নাম লোহাগাড়া উপজেলার আধুনগর কুলপাগলী এলাকার বাসিন্দা বাবুলের পুত্র মোঃ হাবিবুর রহমান (১৮)। সে চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজের ছাত্র।
আহতের নাম মোঃ জাবেদ (১৮)।১১ জানুয়ারি বেলা ৩টার দিকে এ ঘটনাটি ঘটেছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঘটনার দিন বাড়ি থেকে হাবিব ও জাবেদ দু বন্ধু মোটর সাইকেল যোগে পার্বত্য জেলার লামা উপজেলার আজিনগরে একটি টার্ফে খেলতে যাওয়ার জন্য আরকান সড়ক হয়ে রওনা দেয়। প্রতিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি জাঙ্গালিয়া এলাকা পৌঁছলে চট্টগ্রাম অভিমূখী মারসা পরিবহন (যাহার রেজিঃ নং চট্টগ্রাম-ব-১১-১১৪৮) গাড়িটির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে হাবিবুর রহমান নামে মোটর সাইকেল আরোহী মারা যান। অপরদিকে আরেকজন আহত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।দোহাজারি হাইওয়ে থানার ওসি খাঁন মোঃ এরফান জানান, ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম কে পাঠানো হয়েছে। মারসা পরিবহন গাড়িটি জব্দ করা হয়। ঘাতক চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ