লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় আদালতের মামলাকে ভিন্ন ধারায় প্রভাহিত করার উদ্দেশে মামলার আসামী ওবায়দুল হকের পক্ষে মানববন্ধনের বিরুদ্ধে পাল্টা সংবাদ,সম্মেলন করেছে জাফর আহমদ।
২৮ সেপ্টম্বর সকালে বটতলী মোটর স্টেশনে স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন জাফর আহমদ।
তিনি জানান, বিগত ১২ মার্চ রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়হাতিয়া নির্জন এলাকায় আবুল হাসেমের পুত্র,ওবায়দুল হকসহ ৩/৪জন মিলে আমার পথ গতিরোধ করে নগদ টাকা ও ঘড়ি ছিনিয়ে নেয়। আমি নিরুপায় হয়ে ওবায়দুল হককে আসামী করে চট্টগ্রাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশের হাতে দায়িত্ব অর্পণ করে তদন্ত শুরু করেন। বিজ্ঞ আদালত তদন্ত রিপোর্ট পেয়ে আসামী ওবায়দুল হকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। পরবর্তীতে স্থানীয় থানা পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করেন। কিন্তু গত ২৬ সেপ্টম্বর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাহিত করার জন্য একটি মানববন্ধন করেন। যা সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন।
সংবাদ সম্মেলন জাফর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।