রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ`র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর,উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শরীফুল ইসলাম,উপজেলা পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া,লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ শাহজাহান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট,বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদীন জনু কোম্পানী,কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ ওয়াহেদ, পু্ুটিবিলা ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা ফয়েজুন্নেছা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু জাফর চৌধুরী,আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান। সেমিনারে বক্তারা জানান, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে সকলকে সচেতন হতে হবে। ভোক্তাদের অধিকার সংরক্ষণের উপর বর্তমান সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছে। এজন্য ২০০৯ সালের ৬ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি প্রণীত হয়েছে। ভোক্তাদের অধিকার ক্ষুন্ন হলে বা লংঘিত হলে এই আইনে যে কোন ভোক্তাই অভিযোগ করে অতিসহজেই আইনানুগ প্রতিকার পেতে পারে।
এছাড়াও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যানারা উপস্থিত ছিলেন।