রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২৩ উপলক্ষে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে দিবসটি উপলক্ষে এক র্্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক পদক্ষিণ করে শেষ করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপার-ভাইজার মোঃ দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া উপজেলা পিআইও মাহবুব আলম শাওন ভুঁইয়া, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা ফয়েজুন্নেছা, লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার হিরু বিকাশ দে, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা।উল্লেখ্য, সফল জননী নারী রাজিয়া বেগম,শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানকারী খাতিজা কাওকাবা,অর্থনৈতিকভাবে সাফল্যকারী নারি পান্না বড়ুয়া, সমাজসেবায় অবদানকারী শিবলু আকতার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী কুলসুমা বেগমসহ মোট ৫জন জয়িতাকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট,সার্টিফিকেট প্রদান করা হয়।