রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ মানুষ ও ধরিত্রীর বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব বন্যপ্রাণী দিবস-২৪ পালিত হয়েছে।৩ মার্চ সকালে উপজেলার চুনতিতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে শিক্ষার্খীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বন্যপ্রাণী ব্যকস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার।
বিশ্ব বন্যপ্রাণী দিবস মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুনতি বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা নূর জাহান। চুনতি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্যে রাখেন চট্টগ্রাম দক্ষিণ পদুয়া সহকারি বন সংরক্ষক দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল ইসলাম,বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা,দীপান্বিতা ভর্টাচার্য,লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, চুনতি বন্যপ্রাণী সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার কামাল, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।বক্তারা জানান, চুনতিতে বন রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। মেলবন্ধন তৈরী করতে হবে। সবাই বনের সাথে বন্ধন করে ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে বন সংরক্ষণে এগিয়ে যাবে। সভায় চুনতি পুলিশ ফাঁড়ির এএসআই অজিতস বাবু,চুনতি বনরেঞ্জ কর্মকর্তা জাকারিয়া, চুনতি সাতগড় বিট অফিসার রফিকুল ইসলাম, চুনতি বন্যপ্রাণী বিট অফিসার দিযেশ চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি,সাংবাদিক, রেঞ্জ কর্মকর্তাগণ,বনবিট কর্মকর্তা, বনকর্মীরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।