রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে জামায়াত নেতারা লোহাগাড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন পরিদর্শনে বিএনপির নেতারা শফিকুর রহমান একজন আদর্শবান শিক্ষক, তাঁর শূন্যাতা সহজে পূরণ হবেনা লোহাগাড়ায় পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান লোহাগাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন চুনতি বন্যপ্রাণী অভয়ারন্যে ২একর বনভূমি উদ্ধার লোহাগাড়ায় দুর্গোৎসবকে ঘিরে ১১১টি পূজামণ্ডপে সাজ সাজ রব লোহাগাড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা! ১০১জনের মধ্যে সুস্থ ৯৩,বর্তমানে ভর্তি ৮জন

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় লোহাগাড়ায় প্রতিদিন ডেঙ্গু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গু রোগের সচেতনায় রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে। তবে আতংকের কোন কারণ নেই বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে জানা গেছে, জুন মাসে ১১ সেপ্টম্বর পর্যন্ত মোট ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনডোরে ভর্তি হয়েছিল ১০১জন। এর মধ্যে ৯৩জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি চলে গেছেন। বাকি ৮জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।

১১ সেপ্টেম্বর (সোমবার) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদেরকে দেখতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ। তিনি ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

এসময় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান,কনসালটেন্ট (মেডিসিন) ডা. সুমন চৌধুরী, ডাঃ মোঃ সোহেল চৌধুরী সাথে ছিলেন।

হাসপাতালের আরএমও ডাঃ ইশতিয়াকুর রহমান জানান, ডেঙ্গু রোগীর প্রকোপ লোহাগাড়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জুন মাস থেকে এ পর্যন্ত ১০১জন রোগী হাসপাতালে ভর্তি ছিল। সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৯৩জন, বাকি ৮জন হাসপাতালে ভর্তি রয়েছেন।কোনো রোগীকে চমেকে রেফার করা হয়নি।তাই সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে।যারা ভর্তি আছে তারা কেউ খুব খারাপ নয়।আপাতত চিকিৎসা চলছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ জানান,ডেঙ্গু রোগীদের আতংকের কোন কারণ নেই। ঘরের আশপাশে পরিষ্কার-পরিচ্ছান্ন রাখতে হবে।সকলকে সচেতন হওয়া জরুরী। জনসচেতনতা বৃদ্ধি হলে ডেঙ্গু রোগীরা সুস্থ হবে। তিনি আরও জানান, জুন মাস থেকে এ পর্যন্ত ১০১জন ডেঙ্গু রোগী ইনডোরে ভর্তি হয়েছিল।এরমধ্যে ৯৩জন রোগী সুস্থ হয়ে বাসায় চলে গেছে। বর্তমানে ৮জন হাসপাতালে ভর্তি আছে। সবাই এ বিষয়ে সচেতন হলে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমে যাবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ