রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন করা হয়েছে।
৯ সেপ্টেম্বর সকালে উপজেলা পাবলিক হলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
মহান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলা শাখার সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।
সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় পাঠ জয়া শীলের চন্ডী পাঠের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়।
সংগঠনের উপদেষ্ঠা সুভাষ চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক মাস্টার নরেন দাশ ও সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সুধ্রীব মজুমদার দোলন, আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার প্রধান উপদেষ্ঠা, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপদেষ্ঠা অধ্যাপক সুনীল কুমার চৌধুরী, অসীম কুমার দাশ, সুনীল কুমার চৌধুরী, প্রকৌশলী রতন দাশ, শিবুরঞ্জন পাল।
সম্মেলন শেষে সবার সম্মতিক্রমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদে লোহাগাড়া শাখার সভাপতি হিসেবে দানশীল ব্যক্তিত্ব ডাঃ রিটন দাশ কে, বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ে কলেজের প্রভাষক বাবলু শংকর নাথকে সাধারণ সম্পাদক, চিববাড়ি এম.এ মোতালেব কলেজের প্রভাষক অনুপ দাশ গুপ্ত কে অর্থ সম্পাদক এবং খোকন চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সকল নেতৃবৃন্দ ও উপজেলা সকল পূজার্থীরা উপস্থিত ছিলেন।