রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মানবতার সেবাই কোস্ট ফাউন্ডেশন এ শ্লোগানে লোহাগাড়া উপজেলায় বন্যার পানিতে মৃত্যুবরণ করা ৩ পরিবারের মাঝে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।১৩ আগস্ট রবিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।
সহায়তা প্রাপ্তরা হলেন বন্যার পানিতে নিহত আশরাফ উদ্দিনের ছেলে মোঃ আবু সাঈদ, জুনায়েদুল ইসলাম জারিফের পিতা জুলফিকার আলী ভুট্টু, আবদুল মাবুদের স্ত্রী ফাতেমা বেগম।
কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী ও পরিচালক তারেক সাঈদ হারুনের অনুমতিক্রমে উক্ত অর্থ সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল,কোস্ট ফাউন্ডেশন সাতকানিয়া এরিয়ার এলাকা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান,লোহাগাড়া শাখা ব্যবস্থাপক রুবেল হাসান ও শাখা হিসাবরক্ষক নিখিল দাশ।