লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চান্দারকু্ল এলাকায় এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।ক্ষতিগ্রস্ত প্রবাসীর নাম জসিম উদ্দিন। সে ওই এলাকার আবদুল কুদ্দুসের পুত্র।স্থানীয় এলাকার বাসিন্দা তফসির মুন্সী জানান,সোমবার রাত ৮টার দিকে প্রবাসী জসিমের বাড়ির পার্শ্বে বায়তুল মাওয়া জামে মসজিদে বার্ষিক সভায় কিছু অনুদানের জন্য বাড়ির দরজায় তালা লাগিয়ে তার স্ত্রী ও সন্তানের নিয়ে বের হয়েছিল। বাড়িতে এসে দেখতে পান গ্রীলের তালা ভাঙ্গা। আলমারির জিনিসপত্র সবগুলো এলোমেলো অবস্থায়। চোরের দল দেড় ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬০হাজার টাকা নিয়ে গেছে।প্রবাসীর স্ত্রী রুজিনা বেগম জানান, আমি বাড়ির গেইটে তালা লাগিয়ে পার্শ্বে একটি মাহফিলে সন্তানের নিয়ে যায়। এসে দেখি গেইটের তালা ভাঙ্গা। আমার বাড়ির কক্ষে ঢুকে চোরের দল আলমারি ভেঙ্গে নগদ ৬০ হাজার এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।