রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া বাজারে পেয়াজের ঝাঁজ বাড়িয়ে বিক্রির দায়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬ দোকানীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।১০ ডিসেম্বর সকাল ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। অভিযান কালে পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, লোহাগাড়া থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, বাজারে অসহনীয় পেয়াজের ঝাঁজে অসহায় মানুষ পেয়াজ কিনতে রীতিমত হিমশিম খাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেয়াজের দাম বাড়িয়ে বিক্রি করছে। সাধারণ মানুষের কস্ট লাগবের কথা বিবেচনা করে উপজেলার পদুয়া বাজারে পেয়াজে ৬টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১৬হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।