Logo
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও উপ-সচিব ওএসডি বাবরসহ ৬ জন খালাস, পরেশ বড়ুয়াসহ ৫ জনের সাজা কমল লোহাগাড়ায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে এক বন্ধুকে হত্যার অভিযোগ, জড়িত সন্দেহে তিন বন্ধু আটক লোহাগাড়ায় দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন লোহাগাড়ায় নিরাপদ মহাসড়ক ও দূর্ঘটনা রোধকল্পে মতবিনিময় সভা দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন সাবেক ছাত্রদল নেতা এসএম আবু তাহের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলকে সুসংগঠিত করুনঃ নাজমুল মোস্তফা আমিন রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে, মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবেঃ ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন বটতলী স্টেশনে যানজট নিরসনে কঠোর অবস্থানে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি

লোহাগাড়ায় পূজামন্ডপ পরিদর্শনে আমিনুল ইসলাম আমিন

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, বাংলাদেশ হচ্ছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের নাগরিকের। আওয়ামী লীগ সরকারে থাকলেই দেশে সম্প্রীতি বজায় থাকে। মনে রাখতে হবে আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। দেশের উন্নয়নে সব ধর্মের মানুষ সমান অংশীদার উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। তাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।

দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলভোটে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে দমসকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সোমবার (২৩ অক্টোবর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া, চরম্বা, আমিরাবাদ, কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নে সনাতনী সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রীনিবাস দাশ সাগর, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আজিজুর রহমান, সদস্য নুরুল হক কন্ট্রাক্টর, নুরুল আবছার, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান দুলাল, চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার শফিকুর রহমান, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা: রিটন দাশ, সাধারণ সম্পাদক বাবলু শংকর নাথ, জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক খোকন সুশীল, ডা. সমীরণ দাশ, আকতার কামাল পারভেজ, ছাত্রলীগের সাবেক আহবায়ক এসএম আজিজ, রাশেদুল ইসলাম চৌধুরী, যুবলীগ নেতা আবছার উদ্দিন, নাজমুল হাসান টিপু, পুজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি মৃনাল কান্তি দাশ প্রকাশ মিলন মেম্বার,সংগঠনের সাংগঠনিক সম্পাদক খোকন চন্দ্র দাশ,সংগঠনের সিনিয়র সদস্য সুমন মজুমদার হিরো প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ