Logo
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্ট সরকার বিদেশে বসে একের পর ষড়যন্ত্রে লিপ্তঃ মাওলানা মুহাম্মদ শাহজাহান চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, গ্রেফতার-২ চট্টগ্রামে ৪৩ মাস পর জামিনে মুক্ত বাবুল আক্তার এডভোকেট সাইফুলের হত্যাকাণ্ডের প্রকৃত বিচার আমরা করবইঃ অ্যাটর্নি জেনারেল আইন  কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সাউদার্ন ইউনিভার্সিটি পার্বত্য চুক্তির ২৭ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে পিসিএনপি’র গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে লোহাগাড়ায় প্রস্তুতি সভা ভবন থেকে পড়ে গুরুত্বর আহত নির্মাণ শ্রমিক আনোয়ার কে দেখতে গেলেন প্রকৌশলী মোঃ ইউসুফ চকরিয়ায় বাসের ধাক্কায় লোহাগাড়ার ব্যবসায়ীর মৃত্যু দুষ্কৃতিকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে-সিভাসু উপাচার্য

লোহাগাড়ায় পূজামন্ডপ পরিদর্শন করলেন এমপি নদভী

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য, প্রফেসর ড.আবু রেজা মুুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন,ধর্ম যার যার উৎসব সবার। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, এ উৎসব জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালি জাতির ঐক্য চেতনার মহা মিলনোৎসব। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু মুসলমানসহ সকল ধর্মের লোকেরা মিলেমিশে উৎসব পালন করে আসছেন।মাননীয় প্রধানমন্ত্রী ধর্মাবলম্বী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সাতকানিয়া-লোহাগাড়ায় আমার দশ বছরেন সময়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।যা এলাকার মানুষ উন্নয়নগুলো দেখতে পাচ্ছেন। আমার সময়কারে কোন সন্ত্রাসী কর্মকান্ড হয়নি।কোন অন্যায়কে প্রশ্রয় দিইনি। এলাকার মসজিদ,মন্দির,রাস্তাঘাটসহ বিভিন্ন ধরণের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে পুণরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তাই নৌকা প্রতীককে আগামী নির্বাচনে জিতিয়ে আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পরিদর্শনকালে শারদীয় শুভেচ্ছা বিনিময়, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির খোঁজ খবর নিয়ে সকলকে শান্তিপূর্ণভাবে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা উদযাপনের আহবান জানিয়ে এমপি নদভী বলেন,পূজার নামে কেউ মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন ধরণের অসামাজিক কাজে লিপ্ত না হয় সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। পূজা মন্ডপে বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সজাগ থাকতে লোহাগাড়া উপজেলা প্রশাসন, থানা প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।

২০ অক্টোবর লোহাগাড়া উপজেলার পদুয়া গুপ্ত বাড়ি হরি মন্দির, পদুয়া বাসুদেব পাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন। এমপি নদভী ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরী এর পুর্বে পদুয়া বসাক পাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ, লোহাগাড়া থানার ওসি মোঃ,রাশেদুল ইসলাম।

পদুয়া বাসুদেব বাড়ি সার্বজনীন মন্দিরের সভাপতি দয়াল দাশের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর,লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাট, সংগঠনের সাবেক সভাপতি প্রকৌশলী রতন দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে লোহাগাড়া সদরের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ,পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, কলাউজান ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম.এ ওয়াহেদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি ডাঃ রিটন দাশ,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মৃণাল কান্তি মিলন মেম্বার,সহ-সভাপতি মাস্টার রিটন বিশ্বাস,মাস্টার খোকন চন্দ্র নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সা্ধারণ সম্পাদক প্রভাষক বাবলু শংকর নাথ,অর্থ সম্পাদক প্রভাষক অনুপ দাশ গুপ্তসহ সংগঠনের অন্যানা নেতৃবৃন্দরা, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যানারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ