রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় নোহা গাড়ির চাপায় মোটর সাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদরের ডায়াবেটিক হাসপাতালের সামনে এ ঘটনাটি ঘটেছে।নিহত শিক্ষার্থীর নাম মোঃ ইসমাম (১৬)। সে উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজানের সওদাগর আবদুল কুদ্দুসের পুত্র। সে আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী এবং কুরআনি হাফেজ। তবে অপরজন আহতের নাম মোঃ ইসমাঈল (১৭)।প্রত্যক্ষদর্শী মোঃ রাশেদুল ইসলাম জানান, ইসমাম ও তার সহপাঠী ইসমাঈল কে নিয়ে মোটর সাইকেল যোগে আধুনগর মাদ্রাসা থেকে আমিরাবাদে যাচ্ছিলেন।ইসমাঈলের মোটর সাইকেলের পিছনে বসা ছিল ইশমাম। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি সিএনজিকে ওভারটেক করলে সিএনজির পিছনের বাম্পারে লেগে দুজনে পড়ে যায়। মহাসড়কের মাঝখানে পড়ে থাকা ইসমামকে চট্টগ্রাম অভিমূখী নোহা গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে প্রান হারায়।দোজাহারি হাইওয়ে পুলিশের ওসি খাঁন মোঃ এরফান জানান, এ ঘটনায় কেউ আমাদেরকে জানায়নি।