লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের নাশকতা মামলার আসামী আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত আজিজ লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর ইউনিয়নের খাঁন মোহাম্মদ সিকদার পাড়া থেকে তাকে আটক করা হয়। আবদুল আজিজ ওই এলাকার মজিদার পাড়ার মৃত আবদুর রহমানের পুত্র।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, ২০১৩ সালের জামায়াত – শিবিরের একটি নাশকতা মামলায় তার সাজা হয়। গ্রেপ্তার এড়াতে সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।