Logo
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

লোহাগাড়ায় দাদির সাথে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা!

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ফাঁসিতে ঝুলে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থীর নাম আনিকা আকতার (১৭)
সে আমিরাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সুখছড়ী নয়া পাড়ার আকতার হোসেন ড্রাইভার এর কন্যা এবং আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী।

নিহতের দাদী নুরুজ্জাহান বেগম জানান, শুক্রবার রাত আনুমানিক পৌনে দশটায় বাসায় টিভি দেখার সময় কিছু বিষয়ে তিনি আনিকাকে বকাঝকা করেন, এরপর সে সেখান থেকে তাঁর রুমে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিছুক্ষণ পরে ভাত খাওয়ার জন্য ডাকতে দরজা ধাক্কা দেওয়ার পর না খুললে জানালা দিয়ে দেখতে পাই সে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আছে, পরে আমার ছেলে দরজা ভাংতে চেষ্টা করে সফল না হয়ে বাড়ির সিলিং এর উপর দিয়ে রুমে ডুকে আমার নাতিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ইউনুস জানান, শিক্ষার্থী আনিকার মৃত্যুর খবর পেয়ে আমি স্থানীয় ইউপি সদস্য সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে থানা পুলিশকে অবহিত করি।

লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, ফাঁসিতে ঝুলে শিক্ষার্থী আনিকা আকতারের মৃত্যুর খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম রাসেল পারভেজ সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে, প্রাথমিকভাবে ধারণা করছি দাদীর সাথে নাতির কথা কাটাকাটি হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ