রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন আরকান সড়কে কক্সবাজার অভিমুখী ট্রাকের ধাক্কায় চাকার চাপা পড়ে মোটর সাইকেল আরোহী ২ জন নানা-নাতীন নিহত হয়েছেন এবং একজন মহিলা গুরুতর আহত হয়েছেন।৪ নভেম্বর বিকেল আনুমাণিক সাড়ে ৪ টায় উক্ত সড়ক দূঘটনাটি ঘটেছে। নিহতেরা হলেন যথাক্রমে বাইক চালক নানা ইকবাল হোসেন বাবুল (৫৫)। তিনি উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসি লালির বর বাড়ির মৃত মোঃ হোসেনের পুত্র, নাতীন আজুয়া আক্তার (৩)। সে ছদাহা এলাকার প্রবাসী মোঃ তারেকের কন্যা।
আহতের নাম ছামিরা (২৩)। সে নিহত বাবুলের কন্যা ও প্রবাসী তারেকের স্ত্রী। তার অবস্থা আশংকাজনক। তাকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়,ঘটনার দিন মোটর সাইকেল আরোহীরা ছদাহা এলাকা থেকে আমিরাবাদ পুরাতন বিওসি এলাকায় আসছিলেন। কক্সবাজার অভিমুখী ইটভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে। চালকসহ তিন বাইক আরোহী একই দিক থেকে এসে ওই সময় চলন্ত অবস্থায় ট্রাকটি ওভার টেক করে সামনে যাওয়ার চেষ্টা করে। একই সময় পেছনের দিক থেকে আসা অপর একটি সিএনজি ওভার টেক করতে গিয়ে মোটর সাইকেলকে চাপা দেয়ার মুহূর্তে মোটর সাইকেল চালক পাশ কাটিয়ে যেতেই চলন্ত ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেলটি চলন্ত ট্রাকের চাকায় চাপা পড়লে পৃষ্ট হয়ে ২ জন ঘটনাস্থলে মারা যান এবং একজন আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঘটনার খবর শুনে লোহাগাড়া ফায়ার সার্ভিস,লোহাগাড়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে থানা পুলিশের পৃথক টীম ঘটনাস্থলে পৌঁছেন। লাশ ২ টি উদ্ধারের পর দূর্ঘটনা কবলিত গাড়ি ২টি দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যান। লাশের স্বজনেরা ময়নাতদন্ত করবেননা বললে পুলিশ কর্মকর্তা লাশ ২টি স্বজনদের হাতে হস্তান্তর করেন।দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন, দূর্ঘটনার খবর শুনে থানা পুলিশের একটি টীম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাইক ও ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসা হয়। লাশের স্বজনেরা ময়নাতদন্ত করবেন না বললে লাশ ২ টি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।