রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২৩ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি।
আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে উপজেলা পাবলিক হলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এসময় তিনি সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেন।
উন্নয়ন মেলার উদ্বোধন শেষে একইদিন সাড়ে ১১টার দিকে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। এ সরকার উন্নয়নে বিশ্বাসী। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।