Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

লোহাগাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ লোহাগাড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২৩ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি।

আলোচনা সভা ও তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

দিবসটি উপলক্ষে রোববার সকাল ১১টার দিকে উপজেলা পাবলিক হলে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
এসময় তিনি সরকারি বিভিন্ন দপ্তর নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেন।
উন্নয়ন মেলার উদ্বোধন শেষে একইদিন সাড়ে ১১টার দিকে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  1. আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ।অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ সাতকানিয়া গোলামবারি সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন,লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা এলজিইডি অফিসের সার্ভেয়ার মাঈনুল ইসলাম, পদুয়া ইউনিয়ন পরিষদ সেক্রেটারী আনোয়ার হোসাইন, লোহাগাড়া সদর ইউপি সেক্রেটারী ওয়াকিল আহমদ, চুনতি ইউপি সেক্রেটারী বিকাশ বড়ুয়া, বড়হাতিয়া ইউপি সেক্রেটারী আবদুল মালেক, কলাউজান ইউপি সেক্রেটারী মোজাফ্ফর, পুটিবিলা ইউপি সেক্রেটারী সুকান্ত দাশ,আধুনগর ইউপির সেক্রেটারী মিন্টু তালুকদার, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল মন্নান, চুনতি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ এনতেজার হোসেন, উপজেলা ভূমি অফিসের রুমি দাশ, নয়ন দাশসহ অন্যানারা উপস্থিত ছিলেন।

সভায় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নে সারাদেশের চিত্র পাল্টে গেছে। এ সরকার উন্নয়নে বিশ্বাসী। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও উন্নয়নের ছোয়া লেগেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ আগামীতে উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দরা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ