রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রিদুয়ানুল হক সুজন। তিনি একজন তরুণ রাজনীতিবিদ। তিনি একজন শিক্ষানুরাগী। সরকারী সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তরুণ এ মানুষটি শিক্ষার মশাল সৃষ্ঠির লক্ষ্যে গেল কয়েক মাস পুর্বে দায়িত্ব নিয়েছেন সভাপতি হিসেবে। সেই বিদ্যালয়ের নাম আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। পেয়েছেন সফলতার দ্বার।তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন হয়েছে।
২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিস। বিচারকসহ শিক্ষা অফিসের বিবেচনা পুর্বক এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন।
লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ তে এ বিদ্যালয় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন জানান, বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছি।কয়েক মাস হল এ বিদ্যালয়ের দায়িত্ব পেয়েছিলাম। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কাজ করে ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষা বিস্তারে আরও প্রসারিত করতে শিক্ষকদের কে নির্দেশনা দিয়েছি। আমি যেকোন সময় বিদ্যালয় পরিদর্শনে গেলে বিভিন্ন শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের কে ক্লাস নিয়েছি। আমি মনে করি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ প্রাথমিক পর্যায়ে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করেছেন সেটার ফলাফল পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সকলের সহযোগীতায় এ বিদ্যালয় আগামীতে অারও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।