Logo
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রবীন শিক্ষক বাবু বাদল চন্দ্র দাশ আর নেই পোশাক বিক্রিতে প্রতারণা: মেগা মার্টকে লাখ টাকা অর্থদণ্ড ইসলামী আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবেঃ আনোয়ারুল আলম চৌধুরী লোহাগাড়ায় মার্কেট-শপিং সেন্টারে প্রশাসনের মনিটরিং ৮ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা প্রশাসনের পৃথক অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায় চট্টগ্রাম বন্দরে ৪ হাজার শূন্যপদে স্বচ্ছ নিয়োগ চায় জামায়াত পবিত্র কুরআনে মানবজীবনের সকল বিষয়ে দিক নির্দেশনা রয়েছে চান্দগাঁও থানার চুরির মামলায় দুই আসামি গ্রেপ্তার কর্ণফুলী নদীতে নিখোঁজ শাকিলের নিথর দেহ উদ্ধার হাটহাজারীতে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী আটক

লোহাগাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়

রায়হান সিকদার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিদুয়ানুল হক সুজন। তিনি একজন তরুণ রাজনীতিবিদ। তিনি একজন শিক্ষানুরাগী। সরকারী সিটি কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। তরুণ এ মানুষটি শিক্ষার মশাল সৃষ্ঠির লক্ষ্যে গেল কয়েক মাস পুর্বে দায়িত্ব নিয়েছেন সভাপতি হিসেবে। সেই বিদ্যালয়ের নাম আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। পেয়েছেন সফলতার দ্বার।তিনি সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে পরিবর্তন হয়েছে।
২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিস। বিচারকসহ শিক্ষা অফিসের বিবেচনা পুর্বক এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন।
লোহাগাড়া উপজেলা শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এগিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ তে এ বিদ্যালয় প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুয়ানুল হক সুজন জানান, বিদ্যালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যাচ্ছি।কয়েক মাস হল এ বিদ্যালয়ের দায়িত্ব পেয়েছিলাম। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে কাজ করে ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষা বিস্তারে আরও প্রসারিত করতে শিক্ষকদের কে নির্দেশনা দিয়েছি। আমি যেকোন সময় বিদ্যালয় পরিদর্শনে গেলে বিভিন্ন শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের কে ক্লাস নিয়েছি। আমি মনে করি, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ প্রাথমিক পর্যায়ে আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত করেছেন সেটার ফলাফল পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সকলের সহযোগীতায় এ বিদ্যালয় আগামীতে অারও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ