রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সারা দেশের ন্যায় শিশুদের জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ১২ ডিসেম্বর ( মঙ্গলবার) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য,কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ মহি উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ, আবাসিক মেডিকেল অফিসার ডা এরফানা ইয়াসমিন, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুমন চৌধুরী, ডাঃ কানিস নাছিমা আকতার, মেডিকেল অফিসারগণ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোহাম্মদ আলী,হিসাব রক্ষক শহীদুল ইসলাম ও সিনিয়র স্টাফ নার্স কমর্কর্তা ও কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। জানা গেছে, দিনব্যাপী এ কর্মসূচিতে লোহাগাড়া উপজেলায় ৬ থেকে ১১মাস বয়সী শিশু নীল রঙের ৫ হাজার ১৩০জন এবং ১২থেকে ৫৯ মাস বয়সী লাল রঙয়ের শিশুকে ৪০হাজার ৪৬৫ জনসহ মোট ৪৫হাজার ৫৯৫জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।