লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন স্পটে কাভার্ডভ্যান করে অবৈধভাবে গ্যাস বিক্রি করা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।২২জানুয়ারি সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান তিনটি স্পটে অবৈধ গ্যাস বিক্রি বন্ধ রাখতে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল জানান,ইউএনও স্যারের নির্দেশে লাইসেন্স ব্যতীত ভ্রাম্যমান সিএনজি ফিলিংস্টেশন স্থাপন করে কাভার্ডভ্যান থেকে সরাসরি সিএনজি অটোরিকশাতে ঝুঁকিপূর্ণভাবে সিএনজি গ্যাস বিক্রির দায়ে তিনটি স্পটে গ্যাস বিক্রি বন্ধ করে দেওয়া হয়। আগামীতে তারা খোলা জায়গায় গ্যাস বিক্রি করতে পারবেনা। অবৈধ ভাবে গ্যাস বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।