লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় ওবায়দুল হক(২৪) নামের এক যুবককে ষড়ষন্ত্রমুলক ও হয়রানিমুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে।
২৬ সেপ্টম্বর সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী ঘোনারমোড় এলাকাবাসীর ব্যানারে ঘোনারমোড় এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে ওবায়দুল হকের মাসহ চাকফিরানী ঘোনারমোড় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগণসহ অন্যানারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, বড়হাতিয়া চাকফিরানী ঘোনারমোড় এলাকায় জাফর আহমদ কর্তৃক ওই এলাকার ওবায়দুল হকের বিরুদ্ধে দায়ের কৃত ষড়ষন্ত্রমুলক ও হয়রানিমুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী করছি।