রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ হোসেন,চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এবং যুবলীগ নেতা খানে আলমের উপর হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেফতার পুর্বক কঠোর শাস্তির,দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকার জনসাধারণ।২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে চরম্বা দিঘীর কোণ এলাকায় চরম্বা ইউনিয়ন পরিষদ এবং চরম্বার সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিক পরিষদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধন বক্তব্যে রাখেন চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন।উপস্থিত ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বিমোল কিশোর চৌধুরী , চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টের ক্লাবের সভাপতি জাহিদ হোসেন, চরম্বা ইউপি সদস্য সৈয়দ হোসেন, মনির উদ্দিন,কালু মিয়া, শওকত আলম, জসিম উদ্দিন হেলালী, মোঃ সোলাইমান,ওসমান গনি, মহিলা মেম্বার মমতাজ বেগম ও ছকিনা বেগমসহ চরম্বার সর্বস্তরের সাধারণ সচেতন নাগরিকবৃন্দরা।বক্তারা জানান, শান্তিপ্রিয় এলাকায় অশান্ত করতে জায়গা- জমি সংক্রান্তের ঘটনায় বিরোধীয় সমাধানে ইউপি মেম্বার সৈয়দ হোসেন গ্রাম পুলিশ ও দফাদারকে নিয়ে বিরোধীয় জায়গায় বাঁধা প্রদান করলে প্রতিপক্ষরা ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ তিনজনকে হামলা করে। আমরা দ্রুত এ ঘটনায় জড়িত প্রদীপ দে,এয়াকুব মেস্ত্রীসহ জড়িত আসামীদের কে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবী জানাচ্ছি।উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চরম্বা ইউপি মেম্বার সৈয়দ হোসেন, চরম্বা আতিয়ার পাড়া ইয়ং স্টার ক্লাবের সাংগঠনিক সম্পাদক জহির হোসেন এবং যুবলীগ নেতা খানে আলমের উপর অতর্কিতভাবে হামলার ঘটনায় এলাকার প্রিয়তোজ চৌধুরী বাদি হয়ে ১২জনকে আসামী করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং ২৩/৫৩, ২৫/০২/২০২৪ইং। লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।