রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলায় ক্রীড়া সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,স্থানীয় সাংসদের একান্ত সচিব, উপজেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সহ-সভাপতি এরফানুল করিম চৌধুরী,নব নির্বাচিত সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, নব নির্বাচিত অতিরিক্ত সাধারণ সম্পাদক শাহিদুল কবির সেলিম, অর্থ সম্পাদক, পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুনর রশিদ প্রকাশ আর্মি হারুন, পুটিবিলা ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন মানিক, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক মোঃ আলমগীর,ইফতেখার আজম টুটুল,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেহ উদ্দিন,লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী জিন্নাহ, পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন,আধুনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান,লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল কাদের নিজামী, পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপ্না দেবী।
সভায় বক্তারা জানান, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। তরুণরা ভাল পর্যায়ে যেতে পারবে। ভাল পরামর্শগুলো নিয়ে আমরা ক্রীড়া সংস্থা কে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা ক্রীড়া সংস্থাকে ঝিমিয়ে পড়তে দিতে চাইনা। আমরা সবাই মিলে ক্রীড়া সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজ করলে মানুষের ভূল হবে। সেগুলো ভূলে গিয়ে লোহাগাড়ার খেলাধুলাকে এগিয়ে নিতে হবে।
সাধারণ সভা শেষে সবার সম্মতিক্রমে পুর্ণাঙ্গ কমিটিতে যাদের মনোনীত করা হয় তারা হল যথাক্রমে উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আধুনগরের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য যথাক্রমে পুটিবিলা ইউপির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, মোস্তফা বেগম গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদৎ হোসাইন, চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফারুক, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্বপ্না দেবী,আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা জমিলা বেগম।