Logo
রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম:
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন  লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন স্কুল ছাত্র হত্যাঃ লোহাগাড়ায় ৬ জনকে আসামী করে মামলা, একজন আটক লোহাগাড়ায় শ্রমিকদলের জরুরি সংবাদ সম্মেলন ছাত্রশিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে লোহাগাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ লোহাগাড়ায় ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচি কার্যক্রম পরিদর্শনে ডেনমার্কের বিশেষ প্রতিনিধি দল সাংবাদিক নেতার পরিবারে উপর নির্যাতন! জড়িতদের বিচার দাবি সাংবাদিক মহলের দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় বিএনপির আনন্দ মিছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে লোহাগাড়ায় আনন্দ মিছিল

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে তিনটি স্পটে ইউএনও`র অভিযান, ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ

রায়হান সিকদার, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় তিন স্পটে অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু, একটি ডাম্পার জব্দ, ৪জন লেবার এবং ২জন চালককে আটক করা হয়।

২৫ সেপ্টেম্বর দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৬ ঘন্টাব্যাপী উপজেলার চুনতি লম্বাশিয়া, পুটিবিলা এমচরহাট ও চুনতি হাতিয়ার খাল বড়ুয়া পাড়া এলাকায় পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী,চুনতি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোঃ ইদ্রিস,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র দাশসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৬ঘন্টা ব্যাপী তিনটি স্পটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলার চুনতি সাতগড় লম্বাশিয়া এলাকায় ২ লাখ ১৫হাজার ৮০০ ঘনফুট, পুটিবিলা এমচরহাট এলাকায় ১৯হাজার ২০০ ঘনফুট, ও চুনতি হাতিয়ার খাল বড়ুয়া পাড়া এলাকায় ১৫হাজার ঘনফুটসহ মোট ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ এবং এমরচরহাটে একটি ডাম্পার, ২জন চালক ও হেলপার এবং বড়ুয়া পাড়ায় ৪জন লেবারকে আটক করা হয়। তবে লম্বাশিয়া এলাকায় কাউকে পাওয়া যায়নি ।এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ