রায়হান সিকদার, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় তিন স্পটে অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু, একটি ডাম্পার জব্দ, ৪জন লেবার এবং ২জন চালককে আটক করা হয়।
২৫ সেপ্টেম্বর দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ৬ ঘন্টাব্যাপী উপজেলার চুনতি লম্বাশিয়া, পুটিবিলা এমচরহাট ও চুনতি হাতিয়ার খাল বড়ুয়া পাড়া এলাকায় পৃথক পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
অভিযানকালে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবী,চুনতি ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোঃ ইদ্রিস,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী তেজেন্দ্র দাশসহ পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৬ঘন্টা ব্যাপী তিনটি স্পটে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে উপজেলার চুনতি সাতগড় লম্বাশিয়া এলাকায় ২ লাখ ১৫হাজার ৮০০ ঘনফুট, পুটিবিলা এমচরহাট এলাকায় ১৯হাজার ২০০ ঘনফুট, ও চুনতি হাতিয়ার খাল বড়ুয়া পাড়া এলাকায় ১৫হাজার ঘনফুটসহ মোট ২ লাখ ৫০হাজার ঘনফুট বালু জব্দ এবং এমরচরহাটে একটি ডাম্পার, ২জন চালক ও হেলপার এবং বড়ুয়া পাড়ায় ৪জন লেবারকে আটক করা হয়। তবে লম্বাশিয়া এলাকায় কাউকে পাওয়া যায়নি ।এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।