রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ফুলের শুভেচ্ছা জানিয়েছে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দরা।
৫ ডিসেম্বর দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর, মাস্টার আলমগীর।