Logo
রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
যুব সমাজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য শপথ নিতে হবে গণমানুষের দল বিএনপি, তাই গণমানুষের প্রত্যাশা পূরণে অতীতের ন্যায় আগামীতেও কাজ করে যাবেঃ নাজমুল মোস্তফা আমিন  লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির পরিচিতি সভা লোহাগাড়ার সাবেক ইউএনও শরীফ উল্যাহ মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি শহীদের রক্ত ও নির্যাতিত ভাইদের আত্মত্যাগ এদেশের ইসলামী আন্দোলনের বিজয় নিশ্চিত করবে লোহাগাড়ায় পাহাড় কাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের অভিযান নিত্যপণ্যে বেশি দামে বিক্রি,লোহাগাড়ায় ১৩টি মামলায় ৬৮হাজার টাকা জরিমানা লোহাগাড়ায় সিরাতুল মুস্তাকীম এর কার্যকরী পরিষদ সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় মৎস্যজীবি লীগ নেতা গ্রেফতার সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়তে হলে ভাল মানুষ হতে হবেঃ নাজমুল মোস্তফা আমিন

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সকল রোগীদেরকে আন্তরিকতার সাথে সেবা দিয়ে সেবার মান বৃদ্ধি করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

১৩ অক্টোবর (রোববার) সকালে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতাল নতুন ভবনে বিভিন্ন ধরণের সেবার মান নির্নয়ের জন্য বিশাল উদ্যোগ গ্রহণ করেছেন সেজন্য হাসপাতালের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আমি খুশী হয়েছি এ হাসপাতালে বাচ্চাদের এনআইসিউ থাকবে, ইনডোর ব্যবস্থাসহ,বিভিন্ন ধরণের চিকিৎসা সেবার সুযোগ সুবিধা রয়েছে। তিনি আরও বলেন,আধুনিক মানের সেবার জন্য দক্ষ চিকিৎসক নিয়োগ করতে হবে। অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা পরিচালনা করলে সেই চিকিৎসা সেবার মান ব্যাহত হবে।চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে তার সার্টিফিকেট ঠিক আছে কিনা সেটি কর্তৃপক্ষকে দৃষ্টি রাখতে হবে। সেবার মান সমৃদ্ধ করতে হবে। জরুরী বিভাগে সবসময় দক্ষ ডাক্তার দিতে হবে। চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। লাইসেন্স ফাঁকি দেওয়া যাবেনা।পরিবেশ অধিদপ্তর,সিভিল সার্জনের অনুমতি ব্যতিত কোন হাসপাতাল পরিচালনা করা যাবেনা।

লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের চেয়ারম্যান,শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক এজেএম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান।

হাসপাতালের নির্বাহী পরিচালক মোঃ ইসমাঈলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ট্রমা,অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন,চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ মাহমুদুর রহমান,হাসপাতালের ভাইস চেয়ারম্যান,সার্জারি বিশেষজ্ঞ ডাঃ এয়াকুব হোসেন,হাসপাতালের এমডি, নাক,কান গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ জামাল হোসেন, হাসপাতালের ডিরেক্টর, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মুহাম্মদ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইফুল ইসলাম টিপু চৌধুরী, লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের সাবেক নির্বাহী পরিচালক ফজলুল হক আজাদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ ইশতিয়াকুর রহমান, হাসপাতালের পরিচালক(এডমিন) মৌলানা মাহমুদুর রহমান,ডাঃ পারভেজ সাজ্জাদ ,ডাঃ লোকমান, ডাঃ খন্দকার জিয়াউর রহমান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরী সোহেল,সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলু,লোহাগাড়া সাউন্ড হেলথ হাসপাতালের ম্যানেজার শাহাব উদ্দিন, এসিসট্যান্ড ম্যানেজার আবু হেলা, মারুফ হাসান রিজভি,তফসির উদ্দিন,সরওয়ার কামাল,ল্যাব টেকনেশিয়ান নাছির উদ্দিন,মনির উদ্দিন, সুপার ভাইজার জহির উদ্দিন, মোরশেদ আলমসহ হাসপাতালের সকল ডিরেক্টরবৃন্দ, স্টাফ-নার্সসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ