রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা হাজত থেকে পালিয়ে যাওয়া আসামি যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। আটক সাইফুল উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের বলিপাড়ার নজির আহদের পুত্র ও স্থানীয় যুবলীগ নেতা।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আরিফুর রহমান জানান, থানা থেকে পালিয়ে আত্মগোপনে চলে গিয়েছিল যুবলীগ নেতা সাইফুল। পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছিল পুলিশ। অবশেষে তাকে আমাদের থানা পুলিশের একটি টিম বাঁশখালী বাহার ছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধ থানায় তিনটি মামলা হয়েছে। আটক সাইফুলকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয় এলাকার লোকজন জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুল এলাকার সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করত।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ভোরে গোপনে সংবাদের ভিত্তিতে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়ায় আবদুল আলমের বাড়ি থেকে একাধিক মামলার আসামি সাইফুল ইসলাম আটক করে স্থানীয়রা।