রায়হান সিকদার, লোহাগাড়াঃ
সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা, নির্যাতন করে নির্বিচারে গুলি বর্ষণ করে হত্যা করার প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৪ আগস্ট বিকেলে বিক্ষোভ মিছিলটি আমিরাবাদ বোর্ড অফিস থেকে শুরু হয়ে পুরাতন থানা পদক্ষিণ করে চৌধুরী প্লাজা সামনে এসে শেষ করা হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মুসলিম উদ্দিনের নেতৃত্বে ও যুবদল নেতা বাহাদুর চৌধুরীর সঞ্চালনায় সভায় নজরুল ইসলাম, মোহাম্মদ করিম, মোহাম্মদ মোরশেদ, সোহেল, আনোয়ার, জিয়াবুল, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ মকছুদ, মোহাম্মদ নাজিম, আবুল বশর, মঈনউদ্দীন, ফোরকান, মোহাম্মদ মঈন, আলমগীর, মুন্না, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ মানু, মোহাম্মদ রায়হান সহ আরো অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষকে গুম-খুন-হত্যা-নির্যাতনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিকরে গণহত্যার নির্দেশদাতা দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচারের দাবী করেন।