Logo
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

অনুষ্ঠানে উপজেলায় দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর মেজর আবুু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ হানিফ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা কাজী নুরুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী,লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি পলাশ দাশ, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, থানার এসআই মাসুদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধি সৃজন সাকিব,জহিরসহ বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় বটতলী শহর পরিচালনা কমিটির নির্বাচন এবং বটতলী শহরকে যানজট মুক্তসহ উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ