রায়হান সিকদার,চট্টগ্রাম সংবাদ প্রতিদিনঃ
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন শরীফ উল্যাহ। (২৬অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-২-এর উপসচিব মুহাম্মাদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে( নং-০৫.০০.০০০০.১৩৯.১৯.০১০.২৪-৪৯৩) শরীফ উল্যাহ (১৭৬৯৯) মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেয়া হয়। মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ৩১ অক্টোবর উক্ত পদে তিনি যোগদান করেন।
পদোন্নতির বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্যাহ বলেন, দেশের বিভিন্ন জেলায় কাজ করার সুযোগ হয়েছে। যেখানেই কাজ করেছি সবসময় দায়িত্বশীলতার সাথে কাজ করার চেষ্টা করেছি। আগামীতেও সেই চেষ্টা অব্যাহত থাকবে। নতুন কর্মস্থলে ভালোভাবে কাজ করার জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
৩৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য শরীফ উল্যাহ সহকারী কমিশনার হিসেবে শেরপুর ও কুষ্টিয়ায়, এসি (ল্যান্ড) হিসেবে নোয়াখালীর সুবর্ণচর ও হাটহাজারী, পরবর্তীতে বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম এর কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ,সুনামগঞ্জ, সিনিয়র সহকারী সচিব, মন্ত্রিপরিষদ বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উল্যাহ। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।