বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত লোহাগাড়ায় চোরাইকৃত ৩টি সিএনজি উদ্ধার,আটক ১ কলাউজান আদার চর ইমাম আবু হানিফা (রহ.) আদর্শ মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সম্মেলন পদুয়া ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত বিএনপির নেতাকর্মীরা প্রতিটি পুজামন্ডপে পাহারায় থাকবেঃ নাজমুল মোস্তফা আমিন বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লোহাগাড়ায় র‍্যালি ও আলোচনা সভা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যারা সংগ্রাম করেছেন,চ্যালেঞ্জ করে ইসলামের শ্রেষ্টত্ব প্রমাণ করতে পেরেছেনঃ সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন লোহাগাড়ার সন্তান ডাঃ মাহমুুদুর রহমান লোহাগাড়ায় ১৮দিন ব্যাপী ১৮হাজার ছাগল ও ভেড়াকে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন মাইজবিলা অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র পরিষদের আহবায়ক কমিটি গঠন

লোহাগাড়ার কলাউজানে স্কুল সভাপতির পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজানে ডা. এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলুর পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে স্কুলের সকল শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) বেলা ১২ টার দিকে স্কুলের মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলাউজান এর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে সভাপতি দুলুর পদত্যাগ দাবী করা হয়। এসময় “এক দফা এক দাবি, সভাপতিত্ব ছেড়ে যাবি”এমন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্ররা জানান, বর্তমান গভর্নিংবডি’র সভাপতি মুজিবুর রহমান দুলু দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার কারণে স্কুলে চরম বৈষম্য সৃষ্টি করেছেন। যা আমরা ছাত্র সমাজ মেনে নিতে পারছি না। আমাদের স্পষ্ট বক্তব্য আজ দুপুর ১ টার মধ্যে সভাপতিকে পদত্যাগ করতে হবে।

এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কান্তি পাল বলেন, ‘বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলুর পদত্যাগ দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পরে একটি স্পষ্ট বিবৃতি লিখে আমার হাতে দেন। স্পষ্ট বিবৃতিতে শিক্ষার্থীরা আজ দুপুর ১ টার মধ্যে স্কুল সভাপতি দুলুকে পদত্যাগ করতে আলটিমেটাম দেন। বিষয়টি আমি স্কুল সভাপতিকে জানিয়ে দিয়েছি।’

কলাউজান ডাঃ এয়াকুব বজলুর রহমান সিকদার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান দুলু বলেন, ‘ওরা না চাইলে তো আমি সভাপতির পদ এমনিই ছেড়ে দিতাম। আন্দোলন করতে হবে কেন? আমাকে বললে তো এমনিতেই সরে যেতাম। ওটা তো আমার বাপের সম্পত্তি নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেইজ