রায়হান সিকদার,লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় তৈরী এলজি, ২৩(রাউন্ড) কার্তুজ, ০১(এক) রাউন্ড পিস্তলের গুলি, ৯১(একানব্বই) রাউন্ড রিভলবারের গুলি জব্দ করেছে থানা পুলিশ।এ সময় ৪জনকে আটক করা হয়।গতকাল ১ মার্চ রাত পৌনে ১২টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান ও এসআই নুরুন্নবীর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবহান নাথ পাড়াস্থ ডা: এসকে নাথের দ্বিতল মাটির বসত ঘরের দ্বিতীয় তলার মাচার উপর হতে ডাঃ এসকে নাথের দু`পুত্রসহ ৪জন আটককে আটক করা হয়।আটককৃতরা হলেন যথাক্রমে উপজেলার আমিরাবাদ মল্লিক ছোবাহান নাথ পাড়ার মৃত সুনীর কুমার নাথ প্রকাশ ডাঃ এসকে নাথের পুত্র বিশ্বজিৎ নাথ শিবু(৪৩), রাজিব নাথ(৩০), চট্টগ্রামের পাঁচলাইশ পশ্চিম ষোলশহর এলাকান মানিক রঞ্জন নাথের পুত্র অভিরাম নাথ(৩১) এবং কক্সবাজার চকরিয়া দুলাহাজার রংমহল এলাকার মিলন চন্দ্র নাথের পুত্র শংকর নাথ(৪৩)।লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান,জায়গা-জমির বিরোধ কে কেন্দ্র করে জব্দকৃত অস্ত্র গুলি মজুদ করে রাখছিল আটককৃতরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার পৌনে ১২টার দিকে থানা পুলিশের বিশেষ টিম উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী এলজি, ২৩(রাউন্ড) কার্তুজ, এক রাউন্ড পিস্তলের গুলি, ৯১ রাউন্ড রিভলবারের গুলিসহ ৪জনকে আটক করা হয়। এ ঘটনায় এজাহারনামীয় ৭জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে লোহাগাড়া থানার মামলা নং-০৬, তারিখ-০২/০৩/২০২৩খ্রি: ধারা- দি আর্মস এ্যাক্ট ১৮৭৮এর ১৯এ/১৯(এফ) রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান