রায়হান সিকদার,লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৫ডিসেম্বর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইনামুল হাসান মহোদয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ ইকবাল হোসাইন এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. ইশতিয়াকুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ,আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামী নায়েবে আমীর, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম,উপজেলা সমাজসেবা অফিসার(ভারপ্রাপ্ত) রিদুয়ানুল করিম, কনসালটেন্ট ( ইএনটি) ডা.নাসিরউদ্দিন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন, “মহান বিজয় দিবস আমাদের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশার মানুষের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা।স্বাধীন বাংলাদেশে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমাদের কাজ করতে হবে। তিনি মুক্তিযুদ্ধের সময় চিকিৎসকদের ভূমিকার কথাও স্মরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেন, “মহান বিজয় দিবস আমাদের জন্য গৌরবের দিন। এই দিনটি আমাদের স্বাধীনতা এবং জাতির মুক্তির প্রতীক। স্বাধীনতা রক্ষায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বৃন্দ, সিনিয়র স্টাফ নার্স,স্বাস্থ্যকর্মী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।